বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সুষ্ঠু ভোটে কুমিল্লার আট আসনে হবে হাড্ডাহাড্ডি লড়াই

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

সুষ্ঠু নির্বাচন হলে জেলার আটটি আসনে নৌকা ও ধানের শীষের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ১১টি আসনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ জোট-মহাজোটের ৮৮ জন প্রার্থী নির্বাচন করছেন। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে নির্বাচন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আওয়ামী লীগের প্রার্থী সুবিদ আলী ভূঁইয়া। এখানে লড়াই হবে দুই প্রার্থীর মধ্যে। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে নির্বাচন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আওয়ামী লীগের প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন ও বিএনপির প্রার্থী কে এম মুজিবুল হক। এখানে তুমুল লড়াই হবে দুই প্রার্থীর মধ্যে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এখনো মাঠে নামেননি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আবদুল মালেক রতন। এখানে আওয়ামী লীগের প্রার্থী রাজী মো. ফখরুল। এখানে আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে রয়েছেন। এদিকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মতিন খসরু এমপি। বিএনপির প্রার্থী অধ্যাপক ইউনুস। শেষদিকে ইউনুসের সঙ্গে বিএনপি নেতা শওকত মাহমুদ মাঠে নামায় ভোট লড়াই জমে উঠেছে। কুমিল্লা-৬ (সদর, সিটি করপোরেশন) আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার। বিএনপির প্রার্থী আমিন উর রশিদ ইয়াছিন। এখানে দুই প্রার্থীর মধ্যে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আলী আশরাফ এমপি। এলডিপির প্রার্থী দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। এখানে দুই প্রার্থীর মধ্যে ভালো লড়াই হবে।  কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী নাছিমুল আলম চৌধুরী নজরুল। বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন। এখানেও দুজনের মধ্যে  লড়াই হবে। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী তাজুল ইসলাম। বিএনপির প্রার্থী কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম প্রতিপক্ষের হামলা-মামলার কারণে মাঠে নামতে পারছেন না বলে অভিযোগ করছেন। তবে সুষ্ঠু ভোট হলে এখানেও প্রতিদ্বন্দ্বিতা হবে। কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই ও নাঙ্গলকোট) আসনে আওয়ামী লীগের প্রার্থী আ হ ম মুস্তফা কামাল। বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী রয়েছেন কারাগারে। বাবার পক্ষে তার মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস প্রচারণা চালাচ্ছেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের প্রার্থী মজিবুল হক মুজিব।  তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে এখনো মাঠে দেখা যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর