বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীতে বড় ফ্যাক্টর নারী ও তরুণ ভোটাররা

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের চারটিতেই আছে নারী ভোটারদের আধিক্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে তরুণ ও নারী ভোটারদের সংখ্যা বেশি। বিভিন্ন পর্যায়ের নির্বাচনগুলোতে পুরুষ ভোটারের তুলনায় ভোটকেন্দ্রে নারী ভোটারেরই উপস্থিতি বেশি দেখা যায়। এবারের নির্বাচনে নারী ভোটাররা অনেক প্রার্থীর জন্যই বড় ব্যবধান তৈরি করবেন। কোনো কারণে নারী ভোটাররা ভোটকেন্দ্রে না গেলে অনেক প্রার্থীর জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তাই ফলাফল নির্ধারণে বড় ফ্যাক্টর নারী ও তরুণ ভোটাররা। নারীদের ভোট আদায়ে সক্রিয় আছেন প্রার্থীরা। প্রার্থীদের পাশাপাশি তাদের স্ত্রীরাও যাচ্ছেন নারীদের কাছে। এ ছাড়া সক্রিয় আছে রাজনৈতিক দলের নারী সংগঠনগুলো। রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের চারটিতেই আছে নারী ভোটারদের আধিক্য। এর মধ্যে সবচেয়ে বেশি নারী ভোটার আছেন রাজশাহী-২ (সদর) আসনে। সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত আসনটিতে পুরুষের চেয়ে ৫ হাজার ৯৬৮ জন নারী ভোটার বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ৪ হাজার ৩১০ জন বেশি নারী ভোটার আছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে। এরপরই ১ হাজার ৫৯৩ জন বেশি নারী ভোটার নিয়ে রাজশাহী-৪ (বাগমারা) ও ৫৮১ জন নারী ভোটার বেশি নিয়ে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনটি। তবে সংখ্যা যাই হোক না কেন, নারী ভোটাররাই ফলাফলের ব্যবধান গড়ে দেবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।  জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, রাজশাহীর ছয়টি আসনে এবার মোট ভোটার ১৯ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬৮ হাজার ৮১৭ জন এবং নারী ৯ লাখ ৭৮ হাজার ৭৬০ জন। এই ছয়টি সংসদীয় আসনের ভোটাররা এবার জেলার ৬৯৫টি কেন্দ্রে ৪ হাজার ১৩৪টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজনৈতিক বিশ্লেষক সুব্রত পালন মনে করেন, প্রতিটি আসনে নারী ভোটার বেশি। এ ছাড়া ভোটকেন্দ্রে নারীদের উপস্থিতিও বেশি থাকে। ফলে নারী ভোটাররা এবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।  এ ছাড়া তরুণরাও বদলে দিতে পারে ভোটের চিত্র।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর