শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রাম-১

তৃণমূলে দৃষ্টি হেভিওয়েট প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফের

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

তৃণমূলে দৃষ্টি হেভিওয়েট প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফের

নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। হেভিওয়েট প্রার্থী হয়েও উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। টানা ১৫ দিন সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে জনসভা-পথসভা শেষে এখন দৃষ্টি দিয়েছেন তৃণমূলে। ১২ ডিসেম্বর থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভোটার ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক, উঠান বৈঠক, জনসভা, পথসভাসহ নির্বাচনী নানা কর্মসূচি পালন করে আসছেন। শেষদিকে তিনি ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মী ও কেন্দ্রভিত্তিক দলীয় দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলছেন। বুধবার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাড়িতে চট্টগ্রাম মহানগরে কর্মরত মিরসরাইয়ের বাসিন্দা সাংবাদিকদের সংগঠন ‘সুবন্ধন’-এর উদ্যোগে মতবিনিময় সভায় তিনি উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘মিরসরাই আর গ্রাম থাকবে না, এটি শহরে পরিণত হবে। দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন এখানে বাস্তবায়ন হচ্ছে। এ ছাড়া খৈয়াছড়া ঝরনাকে পর্যটনের আওতায় আনার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর