শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরিশালের দুই আসনে বদলে গেছে হিসাব-নিকাশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

একাদশ সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বদলে গেছে ভোটের হিসাব-নিকাশ।  দুটি আসনে দলীয় প্রার্থী না থাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ছিলেন বহুভাগে বিভক্ত। তৃণমূলের নেতা-কর্মীরা যে যার মতো করে স্বতন্ত্র কিংবা মহাজোটের শরিক দলগুলোর পক্ষে কাজ করছিলেন। গত বুধবার বরিশাল-৬ আসনে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না আমিন (লাঙ্গল) এবং  বরিশাল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানকে (ট্রাক) সমর্থন জানিয়েছে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হওয়ায় এই আসন দুটিতে ভোটের হিসাব-নিকাশে সামনে এসেছে নতুন সমীকরণ। এদিকে গতকাল বিকালে বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মর্তুজা আবেদীন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর