শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রামের মিরসরাই ও হাটহাজারী আসন

মোশাররফ-আনিসে একাট্টা মহাজোট কাউকে পাশে পাচ্ছেন না ইবরাহিম-আমিন

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

মোশাররফ-আনিসে একাট্টা মহাজোট কাউকে পাশে পাচ্ছেন না ইবরাহিম-আমিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের দুই হেভিওয়েট প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জন্য একাট্টা হয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগসহ জোটভুক্ত শরিক দলের নেতা-কর্মীরা। মহাজোটের শীর্ষ এ দুই নেতাকে জয়ী করতে বিবাদ ভুলে সবাই মাঠে থাকলেও ঠিক বিপরীত চিত্র ২০-দলীয় জোটে। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত শরিক দলের নেতা-কর্মীদের পাশে পাননি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও নূরুল আমিন। নেতা-কর্মীদের কাছে না পাওয়ায় প্রচারণা চালাতে পারেননি এ দুই প্রার্থী।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনী যুদ্ধে নেমেছেন বাংলাদেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রাজনীতির মাঠে ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিগত ১০ বছরে নির্বাচনী এলাকায় রেকর্ড উন্নয়ন করেছেন। পাশাপাশি বেকারত্ব বিমোচনে দেশের অন্যতম বৃহত্তম স্পেশাল ইকোনমিক জোন তৈরি করছেন তার নির্বাচনী এলাকায়। প্রায় ৩০ হাজার একর ভূমিতে সর্ববৃহৎ অর্থনৈতিক জোন পুরোদমে চালু হলে কর্মসংস্থান হবে লাখ লাখ মানুষের। দেশের উন্নয়ন ও নানা পদক্ষেপের কারণে প্রবীণ এ নেতার পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতা-কর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। ঠিক বিপরীত চিত্র তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ২০-দলীয় জোটের প্রার্থী নূরুল আমিনের। বিগত সময়ের মিরসরাই এলাকার নাশকতার অন্যতম হোতা নূরুল আমিন। দলীয় কোন্দল তো রয়েছেই। তাই এ নেতা নির্বাচনের মাঠে পাশে পাচ্ছেন না নেতা-কর্মী ও জনগণকে। এমনকি নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন কিছুই করেননি নূরুল আমিন। এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি প্রার্থী নূরুল আমিন বানোয়াট সাজানো নাটক তৈরি করে জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু জনগণ তাদের নাটক জানে এবং বোঝে। তাই ৩০ ডিসেম্বর এলাকার লোকজন তাদের বয়কট করবে।’ চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মহাজোটের মনোনয়ন নিয়ে নির্বাচনে ‘হ্যাটট্রিক’ জয়ের মিশনে নেমেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এ আসনের পাঁচবারের বিজয়ী এ সংসদ সদস্য এলাকার ব্যাপক উন্নয়নের মাধ্যমে জনসমর্থন আদায় করেছেন। এ ছাড়া তার হয়ে মাঠে নেমেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।  পক্ষান্তরে এ আসনে প্রথমবারের মতো নির্বাচনী মাঠে নেমেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও ২০-দলীয় জোটপ্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

 

সর্বশেষ খবর