শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরিশালের ছয় আসনে পোলিং এজেন্ট পাচ্ছে না বিএনপি!

পোলিং এজেন্টদের মধ্যে কেউ আত্মগোপনে, কেউ কারাগারে, কেউ আহত হয়ে হাসপাতালে

রাহাত খান, বরিশাল

বরিশাল জেলার ছয়টি আসনে ভোটগ্রহণ করা হবে ৮০৫টি কেন্দ্রের ৪ হাজার ৪৭টি কক্ষে। সে হিসেবে প্রতি কক্ষে একজন করে পোলিং এজেন্ট প্রয়োজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। ক্ষমতাসীন আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ অন্যান্য দল কিংবা জোটের প্রার্থীরা পোলিং এজেন্ট চূড়ান্ত করলেও জেলার ছয়টি আসনের কোথাও পোলিং এজেন্ট পাচ্ছেন না বিশেষ করে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীরা। যদিও ঐক্যফ্রন্ট প্রার্থীদের দাবি তারা তিন স্তরে পোলিং এজেন্ট তালিকা চূড়ান্ত করেছে। এদের মধ্যে কেউ আত্মগোপনে, কেউ কারাগারে, কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । পরিস্থিতি অনুকূলে না থাকলে সব কেন্দ্রে কিংবা কক্ষে পোলিং এজেন্ট দেওয়া সম্ভব হবে না বলে আশঙ্কা করেছেন বরিশাল-১ আসনের বিএনপি তথা ঐক্যফ্রন্ট প্রার্থী এম জহির উদ্দিন স্বপন। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের ১৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে ৬৮৫টি কক্ষে। এর মধ্যে মহিলা ভোট কক্ষ ৩১৫টি এবং পুরুষ ভোট কক্ষ ৩৭০টি। ওই আসনের মোট ৬৮৫টি কক্ষে ভোটগ্রহণের জন্য বিএনপির ৬৮৫ জন পোলিং এজেন্ট প্রয়োজন হলেও পোলিং এজেন্ট হতে আগ্রহী কাউকে পাচ্ছে না বিএনপি। একইভাবে বরিশাল-৩ আসনে মোট ৫৮৭টি কক্ষে, বরিশাল-৪ আসনে ৭৪৪টি কক্ষে, বরিশাল-৫ আসনে ৮৯৫ কক্ষে এবং বরিশাল-৬ আসনের ১০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ২৫৩টি পুরুষ ও ৩০৫টি মহিলা কক্ষসহ মোট ৫৫৮টি ভোট কক্ষে।  বরিশাল-৬ আসনের বিএনপি প্রার্থী আবুল হোসেন খান বলেন, বিএনপি নেতা-কর্মীরা পালিয়েও বাঁচতে পারছেন না।  এ পরিস্থিতি অব্যাহত থাকলে সব কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়া সম্ভব হবে না বলে আশঙ্কা করেন তিনি।

সর্বশেষ খবর