শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কুমিল্লায় ভোট দেবেন পৌনে ৩৯ লাখ ভোটার

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লার ১১টি আসনের ভোটার সংখ্যা ৩৮ লাখ ৭৮ হাজার ৬০৪ জন। ভোট কেন্দ্র ১ হাজার ৩১৮টি। ভোটার বেড়েছে ৫ লাখ ১৬ হাজার ৯৭৯ জন। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ভোটার সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৫ হাজার ৪৯৬ জন ও মহিলা ১ লাখ ৭১ হাজার ৫১৩ জন। এ আসনে ভোট কেন্দ্র ১২৯টি ও ভোট কক্ষ ৭১৪টি। কুমিল্লা -২ (হোমনা-তিতাস) : ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৯৭৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৫৩৬ জন এবং মহিলা ১ লাখ ৪৩ হাজার ৪৩৮ জন। এ আসনে ভোট কেন্দ্র ৯৮টি এবং ভোট কক্ষ ৫৭১টি। কুমিল্লা-৩ (মুরাদনগর) : ভোটার সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৩ হাজার ১৫৮ জন এবং মহিলা ১ লাখ ৮৯ হাজার ৯২৪ জন। এ আসনে ভোট কেন্দ্র ১৩৭টি এবং ভোট কক্ষ ৭৫৩টি। কুমিল্লা -৪ (দেবিদ্বার) : ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬০ হাজার ৩৮০ জন এবং মহিলা ১ লাখ ৫৬ হাজার ৩৬৭ জন। এ আসনে ভোট কেন্দ্র ১১০টি এবং ভোট কক্ষ ৫৯৫টি। কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) : ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৬২৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৭ হাজার ২২৩ জন এবং মহিলা ১ লাখ ৮১ হাজার ৪০১ জন। ভোট কেন্দ্র ১২৮টি এবং ভোট কক্ষ ৭১১টি। কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন এবং কুমিল্লা সেনানিবাস) : ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৭৪৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৯৭৭ জন এবং মহিলা ২ লাখ ৭ হাজার ৭১১ জন। ভোট কেন্দ্র ১২৭টি এবং ভোট কক্ষ ৮০১টি। কুমিল্লা-৭ ( চান্দিনা) : ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৭ হাজার ৩৫৬ জন ও মহিলা ১ লাখ ২৬ হাজার ৮২৭ জন। ভোট কেন্দ্র ৮৩টি এবং ভোট কক্ষ ৪৭৬টি। কুমিল্লা -৮ (বরুড়া) : ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৭৪৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৮৭৫ জন এবং মহিলা ১ লাখ ৪৮ হাজার ৮৭৩ জন। ভোট কেন্দ্র ৯৯টি এবং ভোট কক্ষ ৫৮৩টি। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) : ভোটার সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ৮৬৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮২ হাজার ৪০৯ জন এবং মহিলা ১ লাখ ৭৯ হাজার ৪৫৮ জন। ভোট কেন্দ্র ১২৬টি এবং ভোট কক্ষ ৭১৯টি। কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) : ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৯৬৫ জন এবং মহিলা ২ লাখ ৫৬ হাজার ৪৯৮ জন। ভোট কেন্দ্র ১৭৪টি এবং ভোট কক্ষ ১ হাজার ১১টি। কুমিল্লা -১১ ( চৌদ্দগ্রাম ) : ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৫৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৪৯০ জন এবং মহিলা ১ লাখ ৬২ হাজার ৬৬৯ জন। ভোট কেন্দ্র ১০৭টি এবং ভোট কক্ষ ৬৪৪টি।

সর্বশেষ খবর