রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কেমন প্রার্থীকে ভোট দিচ্ছেন

► স্নাতক বা স্নাতকোত্তর প্রার্থী ১১৯৫ জন (৬৪.৮৪%)
► পেশায় ব্যবসায়ী ৯৬১ জন (৫২.১৭%)
► বর্তমানে মামলা আছে ৩১৩ জনের বিরুদ্ধে (১৬.৯৯%)
► অতীতে মামলা ছিল ৪২২ জনের বিরুদ্ধে (২২.৯১%)
► বর্তমানে হত্যা মামলা আছে ৫৮ জনের বিরুদ্ধে (৩.১৫%)
► অতীতে হত্যা মামলা ছিল ১২১ জনের বিরুদ্ধে (৬.৫৭%)
► মহাজোট প্রার্থীদের বর্তমান মামলা রয়েছে ২০ জনের (০.৬৫%)
► জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে প্রার্থীদের মামলা রয়েছে ১৭৭ জনের (৬১.৬৭%)

নিজস্ব প্রতিবেদক

প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে তাদের সম্পদ, শিক্ষা ও তাদের বিরুদ্ধে মামলার বিষয়ে ভোটারদের জানার ব্যবস্থা করে দিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। তাদের গবেষণা থেকেই ভোটাররা জানতে পারছেন তারা কোন প্রার্থীকে ভোট দিতে যাচ্ছেন। সুজনের গবেষক দিলীপ কুমার সরকার জানিয়েছেন, সর্বমোট ১৮৪২ প্রার্থীর (মোট প্রার্থী ১৮৬১ জন, ১৯ জনের তথ্য পাওয়া যায়নি) মধ্যে অধিকাংশই (১১৯৫ জন বা ৬৪.৮৭%) স্নাতক বা স্নাতকোত্তর। মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোট প্রার্থীদের মধ্যে উচ্চশিক্ষার হার ৮০%-এরও বেশি। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এই সংখ্যা ৬৫.২৫%। প্রার্থীদের মধ্যে অধিকাংশের পেশা ব্যবসা (৫২.১৭% বা ৯৬১ জন) । মহাজোট প্রার্থীদের মধ্যে এই সংখ্যা ৬০.২০% (১৮০ জন), জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটে ৬৪.১১% (১৮৪ জন)। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোট প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীর হার সবচেয়ে বেশি (৬৪.১১%)। প্রার্থীদের ৩১৩ জনের (১৬.৯৯%) বিরুদ্ধে বর্তমানে মামলা আছে, অতীতে মামলা ছিল ৪২২ জনের (২২.৯১%) বিরুদ্ধে, অতীত ও বর্তমানে উভয় সময়ে মামলা ছিল বা রয়েছে ১৬৬ জনের (৯.০১%)। বর্তমানে হত্যা মামলা আছে ৫৮ জনের (৩.১৫%) বিরুদ্ধে, অতীতে ছিল ১২১ জনের (৬.৫৭%), উভয় সময়ে আছে বা ছিল ১২ জনের (০.৬৫%)। মহাজোটে বর্তমান মামলা রয়েছে ৬.৬৯% (২০ জন), জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটে ৬১.৬৭% (১৭৭ জন)। মহাজোট প্রার্থীদের মধ্যে অতীতে মামলা ছিল ৪০.৪৭% (১২১ জন), জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটে ৫১.৫৭% (১৪৮ জন)। একটি বিষয় লক্ষণীয়, মহাজোট প্রার্থীদের মধ্যে বর্তমান মামলার হার মাত্র ৬.৬৯% (২০ জন) হলেও, অতীত মামলার হার ছিল ৪০.৪৭% (১২১ জন)। পক্ষান্তরে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের প্রার্থীদের মধ্যে বর্তমান, অতীত ও উভয় সময়ে মামলা যথাক্রমে ৬১.৬৭% (১৭৭ জন), ৫১.৫৭% (১৪৮ জন) ও ৩৮.৩৩% (১১০ জন)। বাৎসরিক ৫ লাখ টাকা বা তার চেয়ে কম আয় করেন ৯৫১ (৫১.৬৩%) প্রার্থী। মহাজোটে ৫.৩৫% (১৬ জন) ও জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটে ২২.৩% (৬৪ জন)। প্রার্থীদের মধ্যে ৪৯৭ জনের (২৬.৯৮%) সম্পদ কোটি টাকার ওপরে। মহাজোট প্রার্থীদের ৮০.৬০% (২৪১ জন), জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট প্রার্থীদের মধ্যে এই সংখ্যা ৫২.২৭% (১৫০ জন), বাম গণতান্ত্রিক জোট প্রার্থীদের ২.৭২% (০৪ জন), স্বতন্ত্র প্রার্থীদের ২৮.৮১% (৩৪ জন)। প্রার্থীদের মাত্র ১৭৩ জন (৯.৩৯%) ঋণগ্রহীতা। ১৭৩ ঋণগ্রহীতার মধ্যে কোটি টাকার অধিক ঋণ গ্রহণ করেছেন ৮৯ জন (৫১.৪৪%)।  আয়কর প্রদানকারীর হার ৩৮.৫৪% (৭১০ জন)। অধিক আয়কর প্রদানকারী মহাজোটে সবচেয়ে  বেশি ৬৬.৫৫% (১৯৯ জন)। 

 

সর্বশেষ খবর