সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
জামালপুর-৩

টানা ছয়বার জয়ের রেকর্ড গড়লেন মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

টানা ছয়বার জয়ের রেকর্ড গড়লেন মির্জা আজম

টানা ছয়বার জয়ের রেকর্ড গড়লেন মির্জা আজম। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে ১৯৯১ সন থেকে আ.লীগের প্রার্থী হিসেবে তিনি এই জয়ের রেকর্ড গড়েন।

১৯৯১ সনে আ.লীগের টিকিটে দেশের সর্বকনিষ্ঠ এমপি হিসেবে নির্বাচিত হন তিনি। এ সময় তার বয়স ছিল মাত্র ২৮ বছর। তরুণ বয়সে এমপি নির্বাচিত হয়েই তিনি তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে সাহসী অবস্থান নিয়ে ব্যাপক আলোচনায় আসেন। মির্জা আজম সে সময়কার প্রভাবশালী বিএনপির মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের বিরুদ্ধে অনাস্থা এনে আলোড়নের সৃষ্টি করেন। ১৯৯১ সনের পর থেকে মির্জা আজম ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন। মেলান্দহ-মাদারগঞ্জ আসনের অপ্রতিদ্বন্দ্বী এই নেতা জামালপুরের আ.লীগ রাজনীতির নিউক্লিয়াস নেতা হিসেবে পরিচিত। তার দিকনির্দেশনায় জেলার আওয়ামী পরিবার এখন অনেক সুসংগঠিত। এবারের নির্বাচনে তিনি নিজেই শুধু নির্বাচিত হননি তার দিকনির্দেশনায়  জামালপুরের অন্য ৪টি আসনে আ.লীগ প্রার্থীদের বিজয় নিশ্চিত হয়েছে এমনটাই মনে করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর