সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
সুনামগঞ্জ-৪

পীর মিসবাহর আবারও চমক

সুনামগঞ্জ প্রতিনিধি

পীর মিসবাহর আবারও চমক

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসন থেকে চমক দেখান পীর ফজলুর রহমান মিসবাহ। মহাজোট প্রার্থী পীর মিসবাহ বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন। গতকাল ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। একাদশ নির্বাচনী ভোট উৎসবে সুনামগঞ্জ সদর আসন থেকে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। গতকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটির ভোটযুদ্ধে পীর ফজলুর রহমান মিসবাহর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলুল হক আছপিয়া। গত পাঁচ বছর সংসদ সদস্য থাকা অবস্থায় পীর ফজলুর রহমান মিসবাহ সুনামগঞ্জ সদরের স্থানীয় মানুষের মন জয় করে নেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে ছিলেন তিনি। তারই প্রতিদানে সুনামগঞ্জবাসী তাকে পরবর্তী পাঁচ বছরের জন্য বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেন। পীর ফজলুর রহমান মিসবাহ মোট ভোট পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৬৫। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ফজলুল হক আছপিয়া পেয়েছেন ৬৭ হাজার ৬২০ ভোট। মহাজোটের প্রার্থী হওয়ায় দলীয় মনোনয়ন থেকে শুরু করে নির্বাচনী প্রচার-প্রচারণায় সবকিছুতেই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পীর ফজলুর রহমান মিসবাহকে সর্বাত্মক সহযোগিতা করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ সদরের এ আসনটি নিয়ে উত্তেজনার কমতি ছিল না। তফসিল ঘোষণার পর দলীয় সূত্রমতে, স্বতন্ত্র প্রার্থী হওয়া মতিউর রহমানকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দিয়ে মহাজোট মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহর পক্ষে দলের নেতা-কর্মীদের নিয়ে মাঠে নামতে বলেছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই ডাকে সাড়া দিয়ে শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীই নন, সাধারণ মানুষের ভালোবাসায় ভোটবিপ্লব ঘটে সুনামগঞ্জের এই আসনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর