সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নারায়ণগঞ্জ-১

রূপগঞ্জে এমপি হিসেবে গোলাম দস্তগীর গাজীর হ্যাটট্রিক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে এমপি হিসেবে গোলাম দস্তগীর গাজীর হ্যাটট্রিক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি। টানা তৃতীয়বার জয়ী হওয়ায় এমপি হিসেবে গাজীর হ্যাটট্রিক পূর্ণ হলো। নির্বাচনে বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থীসহ মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। রূপগঞ্জের ১২৫টি কেন্দ্রের সবকটিতেই নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দু-একটি তুচ্ছ ঘটনা ছাড়া সকাল থেকে বিকাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। বিজয়ী হয়ে এমপি গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমাকে টানা তৃতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় রূপগঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ। আর এ বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এ বিজয় বাংলাদেশের মানুষের। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে শেখ হাসিনা চতুর্থবার প্রধানমন্ত্রী হয়ে বিশ্বের এক নম্বর প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বে নেতৃত্ব দেবেন।’ গাজী বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের উন্নয়ন আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতিতে আমি আত্মনিয়োগ করতে সদা প্রস্তুত।’ ওয়ান-ইলেভেনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমার প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত।’

সর্বশেষ খবর