সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
পটুয়াখালী-৩

মাঠে নামতেই পারলেন না গোলাম মাওলা রনি

পটুয়াখালী প্রতিনিধি

মাঠে নামতেই পারলেন না গোলাম মাওলা রনি

ভোটের মাঠে শেষ পর্যন্ত নামতেই পারলেন না গোলাম মাওলা রনি। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হলেন রনি। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত সিইসির ভাগনে এস এম শাহাজাদা সাজু।

বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন নিয়ে এলাকায় আসার পর থেকে নেতা-কর্মীর সঙ্গে মতবিনিময়, ভোটারদের কাছে গিয়ে প্রচার-প্রচারণাসহ উঠান বৈঠক করে দুই দিনের মাথায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের রোষানলে পড়ে বাসা থেকেও বের হতে পারেননি রনি। এমনকি নির্বাচনে নিজের ভোটও দিতে পারেননি তিনি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে মনোনয়ন পেয়ে এ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রনি। গোলাম মাওলা রনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, ধানের শীষের মনোনয়ন নিয়ে গত ১১ ডিসেম্বর পটুয়াখালীতে এসে তার পরের দিন গলাচিপা উপজেলার উলানিয়া এলাকার বাসায়  পৌঁছেন। দুই দিন বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও ভোটারদের কাছে ভোট চেয়েছেন। রনি অভিযোগ করেন, ১৫ ডিসেম্বর দুপুরে প্রচারণা চালানোর সময় গলাচিপা পৌর শহরে তার স্ত্রীসহ স্বজনদের বহনকৃত মাইক্রোবাসে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা। এরপর থেকে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতা-কর্মীর লোকজনের রোষানলে পড়ে বাসা থেকেই বের হতে পারেননি। তারা সকাল থেকে সারা দিন তার বাসভবনের সামনে পালা করে অবস্থান নিয়ে থাকত। এ সময় তাকে উদ্দেশ্য করে নানা রকম কটূক্তি করে স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন করত।

সর্বশেষ খবর