সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পারলেন না রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পারলেন না রেজা কিবরিয়া

হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে আলোচনার ঝড় তুলেছিলেন প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তাঁর বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি সম্প্রতি যোগ দেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে। এরপর বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে হবিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তবে শেষপর্যন্ত পেরে ওঠেননি এই আলোচিত ব্যক্তি। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে হবিগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় বিএনপির একাধিক নেতা আসামি। জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়ে সেই বিএনপির প্রতীক নিয়ে রেজা কিবরিয়া যখন নির্বাচনে লড়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তা সবাইকে অবাক করে। আলোচনার ঝড় ওঠে দেশের রাজনৈতিক অঙ্গনে। তবে রেজা কিবরিয়া বলেছিলেন, বাবার হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ থেকে তিনি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন।

রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীক নিয়ে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী ছিলেন। এমনকি গত ২৬ ডিসেম্বর আসামি গ্রেফতারে রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালাতে গেলে গ্রামবাসীর তাড়া খায়। এর  ফলে নিজের পক্ষে মানুষের ব্যাপক সমর্থন রয়েছে  বলে আরও আশাবাদী হয়ে ওঠেন রেজা কিবরিয়া।  তবে শেষপর্যন্ত পেরে ওঠেননি তিনি। কাল নির্বাচনে হেরে গেছেন রেজা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর