সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
মাগুরা-১

প্রথমেই চমক শিখরের

মাগুরা প্রতিনিধি

প্রথমেই চমক শিখরের

জীবনের প্রথম নির্বাচনেই চমক সৃষ্টি করেছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারীভাবে তিনি নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২ লাখ ৭৪ হাজার ১৩০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোট ১৬ হাজার ৪৬৭। স্থানীয়ভাবে জানা যায়, সাইফুজ্জামান শিখর-এর দীর্ঘদিনের রাজনৈতিক প্রজ্ঞা, পারিবারিক ঐতিহ্য, নিরলস শ্রম দিয়ে মানুষের সঙ্গে গত কয়েক বছরে ওতপ্রোতভাবে মিশে ছিলেন। যে কারণে তিনি প্রার্থী হওয়ার পর থেকেই দলীয় নেতা-কর্মীদের মধ্যে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনি সর্বস্তরের সাধারণ জনতা, নতুন প্রজন্মের ভোটারদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে তার প্রতি। যার নেপথ্যে রয়েছে মাগুরায় শেখরের মাধ্যমে সাধিত বিভিন্ন উন্নয়ন। পাশাপাশি সব শ্রেণির মানুষকে এক কাতারে নিয়ে এসে তিনি মাগুরাকে দাঁড় করিয়েছেন শান্তির অনন্য জনপদে। বিগত ১০ বছরে জেলায় প্রতিপক্ষ দলের রাজনৈতিক সহিংসতা ছাড়া ঘটেনি তেমন উল্লেখযোগ্য সন্ত্রাসী কর্মকা । এসব কারণে শিখরের প্রতি মানুষের আস্থা ও নির্ভরতা একটি বড় জায়গা তৈরি হয়েছিল। বিশেষ করে তার বিনয়ী আচরণ ও সব মানুষের সঙ্গে সহজে মিলেমিশে যাওয়ার ক্ষমতা তাকে সর্বজন বিদিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ কারণে এবারের নির্বাচনে দলমত নির্বিশেষে তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে মাগুরা-১ আসনের মানুষ। যেটি তার বিপুল ভোটপ্রাপ্তি ও বিজয়ের মূল কারণ। স্কুল বয়স থেকেই পারিবারিক কারণে রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয় শিখরের। কলেজ জীবন পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মূল

কান্ডারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। যে সময়ে তিনি সেখানে ছাত্রলীগের হাল ধরেছেন সেই সময়টাতে ছাত্রশিবির ও প্রতিক্রিয়াশীল দলগুলোর ভয়ানক দাপট ছিল ওই ক্যাম্পাসে। প্রতিপক্ষের প্রাণহানিসহ হামলা মামলা ছিল ছাত্রশিবির ও প্রতিক্রিয়াশীল দলগুলোর মূল শক্তি।

সর্বশেষ খবর