সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

যে কারণে ভোটারদের উৎসাহে ভাটা

সামছুজ্জামান শাহীন, খুলনা

যে কারণে ভোটারদের উৎসাহে ভাটা

খুলনা-২ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তারুণ্যের আগ্রহ থাকলেও অন্য আসনগুলোতে এবার নারী ও নতুন ভোটারদের উপস্থিতি আশানুরূপ ছিল না। খুলনার ছয়টি আসনে নারী ভোটারের সংখ্যা ৮ লাখ ৯৮ হাজার ৩৯ জন এবং নতুন ভোটার প্রায় দুই লাখ। কিন্তু সহিংসতার আশঙ্কা, ভোটদানে বাধা প্রদান ও পছন্দের প্রার্থী না থাকায় নারী ও নতুন ভোটারদের অধিকাংশই এবার ভোটকেন্দ্রে যাননি। বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটাররা ভোট দিতে কেন্দ্রে গেলেও নাশকতার ভয়ে তারা পরিবারের নারী সদস্যদের ভোটকেন্দ্রে নিয়ে আসেননি। অন্যদিকে প্রথমবারের মতো ভোটার হতে পেরেও নতুন ভোটাররা ভোট দিতে এবার উৎসাহী হননি।

খুলনা-২ আসনে মহানগরীর ময়লাপোতা মোড়ে আহসান উল্লাহ কলেজ ও সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল সকালে গিয়ে দেখা যায়, কয়েকজন পুরুষ ও নারী ভোটার ভোট দেওয়ার জন্য পৃথক লাইনে দাঁড়িয়ে আছেন। যদিও নারী ভোটারের উপস্থিতি ছিল কম। খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান অভিযোগ করেন, সকাল থেকেই ভোটকেন্দ্রগুলো দখল হয়ে গেছে। আওয়ামী লীগের কর্মীরা ভোটকক্ষের দরজা বন্ধ করে জালভোট দিয়েছে। তারা বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে।

সর্বশেষ খবর