১৯ আগস্ট, ২০২০ ২২:৩৮

মার্কিন নির্বাচনে জো বাইডেনের মনোনয়ন চূড়ান্ত

অনলাইন ডেস্ক

মার্কিন নির্বাচনে জো বাইডেনের মনোনয়ন চূড়ান্ত

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় কনভেনশন ডেকেছিল দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। চার দিনব্যাপী সেই কনভেনশনের দুইদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে দলটি; মনোনয়ন চূড়ান্ত হয়েছে জো বাইডেনের।

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এর আগেও দুই বার ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ১৯৯৮ ও ২০০৮ সালের সেই দুই লড়াইয়ে তিনি না পারলেও এবার তৃতীয়বারে এসে সফল হয়েছেন।

১৭ আগস্ট থেকে শুরু হওয়া এ কনভেনশন ২০ আগস্ট পর্যন্ত চলবে। তবে এবার অন্যান্য বারের মতো নয়, একদম আলাদা, যাকে বলা হচ্ছে, ডিজিটাল কনভেনশন। বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দলটির চার দিনব্যাপী জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন রাতে আনুষ্ঠানিক এ মনোয়ন দেওয়া হয়। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর