২৪ সেপ্টেম্বর, ২০২০ ০৮:৪৪

রিপাবলিকানদের তদন্তে নির্দোষ প্রমাণিত হলেন বাইডেন

অনলাইন ডেস্ক

রিপাবলিকানদের তদন্তে নির্দোষ প্রমাণিত হলেন বাইডেন

ছেলের সঙ্গে জো বাইডেন

ইউক্রেনের বিষয়ে জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাননি রিপাবলিকান সিনেটররা। তদন্তে পাওয়া গেছে, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট বাইডেন সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রভাব খাটানোর চেষ্টা করেননি কিংবা কোনো অন্যায় করেননি। তদন্ত চলাকালে রিপাবলিকানরা ভেবেছিল এর মাধ্যমে এমন কিছু বেরিয়ে আসবে যাতে আগামী নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট পদপ্রত্যাশী বাইডেন বিপাকে পড়বেন।

তদন্তে বলা হয়েছে, বাবা বাইডেনের নামে বিশ্বের বিভিন্ন স্থানে লাভজনক ব্যবসায় বিনিয়োগ করেছিলেন হান্টার। ইউক্রেনের এনার্জি কোম্পানি বুরিশমা হোল্ডিংসের সঙ্গে তার অংশীদারিত্ব স্বার্থের সংঘাত তৈরি করেছিল এবং এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তারাও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কারণ ওই সময় ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন বাইডেন।

বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্তের দীর্ঘ ৮৭ পৃষ্ঠার প্রতিবেদন বুধবার প্রকাশ করেছে সিনেট হোমল্যান্ড সিকিউরিটি ও ফিন্যান্স কমিটি। এতে বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনে আমেরিকার আইনের অপব্যবহার কিংবা 
অপকর্কের প্রমাণ পাওয়া যায়নি। 

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর