৮ অক্টোবর, ২০২০ ১০:১৫

মার্কিন নির্বাচন: ভাইস প্রেসিডেনশিয়াল বিতর্কে মুখোমুখি পেন্স-হ্যারি

অনলাইন ডেস্ক

মার্কিন নির্বাচন: ভাইস প্রেসিডেনশিয়াল বিতর্কে মুখোমুখি পেন্স-হ্যারি

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে ভাইস প্রেসিডেনশিয়াল বিতর্কে মুখোমুখি হয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ডেমোক্র্যাট প্রার্থী সিনেটর কমলা হ্যারিস। স্থানীয় সময় বুধবার রাত ৯টায় ইউটাহ বিশ্ববিদ্যালয়ের কিংসবারি হলে বিতর্ক শুরু হয়। মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে'র ওয়াশিংটন ব্যুরো চিফ সুসান পেজ ভাইস প্রেসিডেনশিয়াল বিতর্কে সঞ্চালক হিসেবে রয়েছেন।  

বিতর্কের শুরুতেই করোনা বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। এসময় ট্রাম্পের করোনা পরিস্থিতি মোকাবিলাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনও প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মন্তব্য কমলা হ্যারিস। তবে করোনা ঠেকাতে চীনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয়াকে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করেন মাইক পেন্স। এছাড়া জলবায়ু পরিবর্তন, ট্যাক্স, বেকারত্ব, ভাইস প্রেসিডেন্টের দায়িত্বসহ নানা ইস্যু উঠে আসে।

সতর্কতার অংশ হিসেবে ১২ ফুট দূরত্বে বসেছেন দুই প্রার্থী। তাদের মাঝে বসানো হয়েছে প্লাস্টিকের বাধা। দর্শকরা বসেছেন স্টেজ থেকে ৬ ফুট দূরত্বে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর