শিরোনাম
১ নভেম্বর, ২০২০ ০৯:২১

উইসকনসিন ও মিশিগানে এগিয়ে বাইডেন

অনলাইন ডেস্ক

উইসকনসিন ও মিশিগানে এগিয়ে বাইডেন

সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন উইসকনসিন ও মিশিগান রাজ্যে এগিয়ে আছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জরিপে এ তথ্য জানা গেছে। তবে জরিপে বলা হয়েছে, আরিজোনা ও নর্থ ক্যারোলিনাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে।

ওই চারটি রাজ্যেই ২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছিলেন ট্রাম্প। তবে  উইসকনসিন ও মিশিগানে বাইডেন সুবিধাজনক অবস্থানে থাকায় প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টরাল ভোট সংগ্রহ করতে কষ্ট হয়ে যাবে ট্রাম্পর।

আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। যদিও এরমধ্যেই মহামারী করোনাভাইরাসের কারণে রেকর্ড সংখ্যক ভোট গ্রহণ সম্পন্ন হয়ে গেছে। নির্বাচনী প্রচার প্রচারণাও শেষ পর্যায়ে। এর মধ্যেই জরিপ চালিয়েছে সিএনএন।

জরিপে আরও বলা হয়েছে, যারা এরইমধ্যে মেইলের মাধ্যমে কিংবা সরাসরি ভোট দিয়েছেন তাদের মধ্যেই বাইডেনের প্রতি সমর্থন বেশি দেখা গেছে। তবে যারা এখনো ভোট দেননি তাদের বেশিরভাগের সমর্থন ট্রাম্পের দিকে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর