শিরোনাম
১ নভেম্বর, ২০২০ ১১:৩৯

ট্রাম্পের বাড়ি ফেরার সময় হয়েছে: বাইডেন

অনলাইন ডেস্ক

ট্রাম্পের বাড়ি ফেরার সময় হয়েছে: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগামী ৩ নভেম্বর মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নির্বাচনের আগে ট্রাম্প এবং বাইডেন জোরেসোরে চালিয়ে যাচ্ছেন প্রচারণাও। শনিবার বাইডেন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে শহরে কার র‍্যালিতে অংশ নিয়ে বলেছেন, গত চার বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তার এখন ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার সময় হয়েছে। 

বাইডেন বলেন, আগামী ৩ দিনের মধ্যে আমরা এমন একজন প্রেসিডেন্টের দায়িত্বের অবসান ঘটাতে পারি যিনি জাতিকে বিভক্ত করেছেন। লাখ লাখ মার্কিন নাগরিক ইতিমধ্যে ভোট দিয়েছেন। আগামী কয়েকদিন আরো লাখ লাখ মার্কিন নাগরিক ভোট দেবেন। আপনাদের কাছে আমার সহজ বার্তা তা হলো দেশের পরিস্থিতি পরিবর্তন আপনারাই করতে পারেন।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের তারিখ থাকলেও দেশটিতে ডাকযোগে বা সশরীরে ভোটকেন্দ্রে গিয়ে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এরই মধ্যে প্রায় নয় কোটি ভোটার আগাম ভোট দিয়ে দিয়েছেন। গত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে এটি সর্বোচ্চ আগাম ভোটের রেকর্ড বলে জানায় ইউনিভার্সিটি অব ফ্লোরিডা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর