শিরোনাম
১ নভেম্বর, ২০২০ ১২:১৬

ট্রাম্প নিজের ইগোকে বড় করে দেখাতে মরিয়া: ওবামা

অনলাইন ডেস্ক

ট্রাম্প নিজের ইগোকে বড় করে দেখাতে মরিয়া: ওবামা

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগামী ৩ নভেম্বর মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জমে উঠেছে নির্বাচনের মাঠ, প্রচারণাও। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার ইগোকে বাস্তবতার চেয়ে বড় করে দেখাতে ভালবাসেন। করোনায় সারাদেশ আজ বিধ্বস্ত। আমেরিকানদের মৃত্যুর মিছিল দেখেও প্রেসিডেন্ট ট্রাম্প তার একগুঁয়েমিতে অটল। তিনি তার ইগোকে বড় করে দেখাতে মরিয়া। এরকম একজন প্রেসিডেন্ট আমেরিকার জনগণ আরো চার বছর দেখতে চায় না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাইডেনকে নির্বাচিত করতে হবে। বাইডেন হবেন জনগণের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট। 

সাবেক প্রেসিডেন্ট ওবামা ৩ নভেম্বরের নির্বাচনে নিজে এবং বন্ধুদের নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে বাইডেনকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।

শনিবার ব্যাটালগ্রাউন্ড বিবেচিত মিশিগানের ডেট্রয়েট ও ফ্লিন্টে পৃথক দুটি সমাবেশে বাইডেনের সাথে তিনি একত্রে যোগ দেন এবং বক্তব্য রাখেন। ট্রাম্প ও বাইডেনের চরিত্রগত পার্থক্য তুলে ধরে ওবামা বলেন, মিশিগানে আরো ম্যানুফ্যাকচারিং জব বাড়বে। 

নেতৃবৃন্দ মিশিগান রাজ্যের ভোটারদের আবার ডেমোক্রেট পার্টির পতাকা তলে ফিরে আসার আহ্বান জানান। কানডার সীমান্ত ঘেঁষা ডেট্রয়েট শহর লাগোয়া বেল আ্যয়েল পার্কে ও ডেট্রয়েট থেকে প্রায় ১ শ মাইল দুরে ফ্লিন্টের নর্থ ওয়েষ্টার্ন হাইস্কুল প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফ্লিন্টে ওবামা তার ২৫ মিনিটের বক্তব্যের শুরুতে বাইডেনকে মঞ্চে ডেকে আনেন। তিনি ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং বাইডেন প্ল্যান তুলে ধরেন। এই সমাবেশে মিশিগান গভর্নর গ্রীচেন উইটমার, সিনেটর ড্যাবি ষ্টেবিনাও ও গ্যারি পিটার এবং ডেট্রয়েট মেয়র মাইক ডুগান উপস্থিত ছিলেন। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর