৩ নভেম্বর, ২০২০ ১০:৪৫
টুইটারে ট্রাম্প

বাইডেনকে ভোট দেওয়া হলে ভোট দেওয়া হবে ভণ্ড উদারপন্থীদের

অনলাইন ডেস্ক

বাইডেনকে ভোট দেওয়া হলে ভোট দেওয়া হবে ভণ্ড উদারপন্থীদের

প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাইডেনের বিরুদ্ধে বিষেধাগার করে যাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে রাত পোহালেই ভোট। এরমধ্যেই টুইটারে ক্রমাগতভাবে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সমালোচনা করে টুইট করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে তিনি টুইটারে লিখেছেন, 'স্লিপি' বাইডেনকে ভোট দেওয়া হলে ভোট দেওয়া হবে সম্পদশালী ভণ্ড উদারপন্থীদের। বাইডেন জিতলে সরকারের নিয়ন্ত্রণ চলে যাবে বিশ্ববাদী, কমিউনিস্ট, সোশ্যালিস্টদের হাতে। যারা আপনাদের নিরব করে দিতে চায়, নিয়ন্ত্রণ আরোপ করতে চায়, বাতিল করে দিতে চায় এবং শাস্তি দিতে চায়।

ট্রাম্প আরও লিখেছেন, বাইডেন যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাস শিল্প ধ্বংস করতে চায়। খনিজ উত্তোলন বন্ধ করতে চায়। যতক্ষণ আমি প্রেসিডেন্ট আছি আমরা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান তেল ও গ্যাস উৎপাদক থাকবো। জ্বালানি খাতেও আমরা স্বাধীন থাকবো। 

টুইটারে তিনি আরও লিখেছেন, আমার জন্য এবং রিপাবলিকান পার্টির জন্য একটি ভোট মানে আমেরিকার স্বপ্নপূরণের জন্য ভোট। আগামী চার বছরে আমরা ম্যানুফ্যাকচারিং সুপারপাওয়ার হিসেবে আমেরিকাকে প্রতিষ্ঠিত করবো। চীনের ওপর নির্ভরতা আমরা পুরোপুরিভাবে কমিয়ে ফেলবো।  

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর