৪ নভেম্বর, ২০২০ ০০:২৯

যে কারণে নিউইয়র্কের একটি ভোট কেন্দ্রে নেই কোনও ভোটার!

অনলাইন ডেস্ক

যে কারণে নিউইয়র্কের একটি ভোট কেন্দ্রে নেই কোনও ভোটার!

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এবার সবচেয়ে বেশি জল্পনা চলছে বিশ্বজুড়ে। দেশটিতে প্রায় ১০ কোটি লোক আগাম ভোট দিয়েছেন। এসব ভোট দেয়া হয়েছে মেইলের মাধ্যমে।   

নির্বাচনের অধিকাংশ সমীক্ষায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্র ছাপিয়ে দেশে দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্প আর ক্ষমতায় আসতে পারবেন না এমন একটি ধারণা যেমন ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি আলোচনায় এসেছে ট্রাম্পই আবার ক্ষমতায় আসছেন। 

এদিকে, নির্বাচনের দিন মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে আটটায় নিউ ইয়র্কের ব্রুকলিন হাইটসের সেইন্ট ফ্রান্সিস কলেজ ভোট কেন্দ্রে ভোটারদের কোনো লাইনই নেই। এই ঘটনার পর ওই কেন্দ্রের নির্বাচন কর্মীরা বেশ বিস্মিত।

জানা গেছে, নিউইয়র্কে আসলে আগাম ভোটের ব্যাপারটি ঘটেছে খুবই সফলভাবে। ১১ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলো কেন এত ফাঁকা সেটা এ থেকে বোঝা যায়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর