৪ নভেম্বর, ২০২০ ০৫:৩৭

ভোট পরবর্তী সহিংসতার ঝুঁকি নিয়ে মুখ খুললেন কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক

ভোট পরবর্তী সহিংসতার ঝুঁকি নিয়ে মুখ খুললেন কমলা হ্যারিস

ফাইল ছবি

চলছে মার্কিন নির্বাচন। গোটা বিশ্বের নজর আমেরিকার উপর। মঙ্গলবার ভোটের দিন বিকেলে অন্যতম ব্যাটেলগ্রাউন্ড মিশিগানে পৌঁছেছেন ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। ডেট্রয়েট বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

ভোট পরবর্তী সহিংসতার ঝুঁকি প্রশ্নে কমলা হ্যারিস বলেন, আমেরিকানদের ওপর আস্থা রাখুন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- আমরা যাকেই ভোট দেবো, তা আমাদের গণতন্ত্রের অখণ্ডতা এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে রক্ষা করবে।

এদিকে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়েছে। আর তা দেওয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে সব ভোট গণনা শেষ হতে অনেক দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে। 

এছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যের আলাদা সময়ে ভোটগ্রহণ শেষ ও গণনা করার নিয়মও কাজ করছে। যার ফলে গণনার কাজে অনেকটাই সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা। সাধারণত নির্বাচনের রাতে সব ভোট গণনা শেষ না হলেও কে বিজয়ী হতে যাচ্ছেন, সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। কিন্তু এবার তার ব্যতিক্রম হতে পারে। খবর বিবিসি, সিএনএন ও রয়টার্সের।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর