৫ নভেম্বর, ২০২০ ০৭:১৮

ঐক্যের আহ্বান বাইডেনের

অনলাইন ডেস্ক

ঐক্যের আহ্বান বাইডেনের

জো বাইডেন তার সদর দফতরে ভাষণ দিচ্ছিলেন

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রে ঐক্যের ডাক দিয়েছেন। তিনি জনগণকে পেছনের সব ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। জো বাইডেন তার সদর দফতরে দেওয়া ভাষণে এই আহ্বান জানান। 

তার বক্তব্যের লক্ষ্য ছিল নির্বাচন-পরবর্তী বিতর্কিত পরিবেশে নিজের উপস্থিতি জানান দেওয়া। তিনি বিজয় ঘোষণা করেননি, কিন্তু বলেছেন তিনি নিশ্চিত যে, যখন সব ভোট গোনা হবে, তিনি প্রেসিডেন্ট হবেন। আর মিশিগান তার পক্ষে ঘোষিত হবার পর মনে হচ্ছে, জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট তিনি পাবেন।

ট্রাম্প যে পাল্টা পদক্ষেপ বা চ্যালেঞ্জের কথা বলেছেন, সেটা বাইডেন আমলে নিয়েছেন, যদিও তিনি প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি। তিনি ক্ষমতা দখলের চেষ্টার প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, ''জনগণকে কণ্ঠরোধ বা হুমকি দিয়ে নিশ্চুপ করা যাবে না।''

তবে তিনি বেশি সময় ব্যয় করেন ঐক্যের আহ্বান জানিয়ে। তার সঙ্গে তিনি জুড়ে দেন দলীয় বিভেদ ভুলে জাতীকে ঐক্যবদ্ধ করার কথা, যেটা নির্বাচনী প্রচারণার সময় তার মূলমন্ত্র ছিল। তিনি জানেন এটা অত্যন্ত কঠিন হবে, এমনকি তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ডেমোক্র্যাট পার্টি একটি বিশাল বিজয় আশা করেছিল, যাতে বাইডেন ব্যাপক ম্যান্ডেট দাবি করতে পারেন। কিন্তু ফলাফল দেখিয়েছে এই বিভেদের শিকড় কত গভীর।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর