৫ নভেম্বর, ২০২০ ১৩:১৬

ট্রাম্পের আহ্বানে কান দিলেন না পেনসিলভানিয়ার গভর্নর

অনলাইন ডেস্ক

ট্রাম্পের আহ্বানে কান দিলেন না পেনসিলভানিয়ার গভর্নর

টম উলফ

ভোট গণনা বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা দলের আহ্বান উপেক্ষা করে পেনসিলভানিয়ার গভর্নর টম উলফ জানিয়েছেন, তার রাজ্যে ভোট গণনা চলবে।

এর আগে অভিযোগ করা হয়েছিল যে, পেনসিলভানিয়ায় ভোট ছিনতাইয়ের চেষ্টা করছে ডেমোক্র্যাটরা।

প্রচারণা দলের ডেপুটি ব্যবস্থাপক জাস্টিন ক্লার্ক বলেন, ডেমোক্র্যাটরা রিপাবলিকান ভোট বঞ্চিত করে সেগুলো কমিয়ে দেখানোর পরিকল্পনা করছে। তবে সেখানে ভোট জালিয়াতি কিংবা অনিয়মের কোন অভিযোগ পাওয়া যায়নি।

“গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রভাব খাটানোর এমন চেষ্টা লজ্জাজনক,” বলেন ডেমোক্র্যাট গভর্নর উল্ফ। “প্রত্যেক পেনসিলভানিয়াবাসীর ভোটের অধিকার রক্ষায় আমি লড়ে যাবো। প্রতিটি ভোট যাতে গণনা করা হয় তার জন্য আমার সাধ্যের সবটুকু চেষ্টা করবো।”

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর