৬ নভেম্বর, ২০২০ ০৯:৪৭

সমর্থকদের ধৈর্য্য ধরতে বললেন বাইডেন

অনলাইন ডেস্ক

সমর্থকদের ধৈর্য্য ধরতে বললেন বাইডেন

জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গত মঙ্গলবার। কিন্তু ফলাফল এখনও চারটি রাজ্যের ফলাফল প্রকাশ করা হয়নি। তবে, এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন। তাই ফলাফল ঘোষণা নিয়ে দেশটির মানুষ এখন টানটান উত্তেজনার মধ্যে আছেন।

কিন্তু চূড়ান্ত ফলাফল আসার আগ পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেতে যাচ্ছেন এই ডেমোক্রেটিক প্রার্থী। 

ইতোমধ্যে তার ঝুলিতে ৭ কোটি ২২ লাখ ১০ হাজার ৫০২ ভোট পড়েছে। সম্পূর্ণ ফলাফল প্রাপ্তির পর এ সংখ্যা আরও বেড়ে যাবে। চূড়ান্ত ফলাফল এখন নির্ভর করছে অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা এবং পেনসিলভেনিয়া - এ চারটি রাজ্যের ওপর। এগুলোর মধ্যে নেভাডা এবং অ্যারিজোনায় জো বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। জর্জিয়া ও পেনসিলভেনিয়াতেও তিনি ব্যবধান কমিয়ে আনছেন।

সূত্র: বিবিসি 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর