৭ নভেম্বর, ২০২০ ০১:০২

জর্জিয়ায় আবারও ভোট গণনার ঘোষণা

অনলাইন ডেস্ক

জর্জিয়ায় আবারও ভোট গণনার ঘোষণা

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে নতুন করে ভোট গণনার ঘোষণা দিয়েছেন। এ রাজ্যটিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। খবর দ্য গার্ডিয়ানের।

জর্জিয়ায় এখন মাত্র চার হাজার ১৬৯ ভোট গণনা বাকি আছে। এছাড়া ৮ হাজারের মতো সামরিক ভোট মেইলে রয়েছে। সেগুলো আজকের দিনে মধ্যে পৌঁছালে তা গণনা করা হবে।

ভোট পুনরায় গণনার বিষয়টি নিশ্চিত করে রাজ্য গর্ভনর ব্র্যাড রাফেন্সবার্গার জানিয়েছেন, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুবই কম থাকায় ভোট পুনরায় গণনা করা হবে।

তিনি বলেন, এই মুহূর্তে জর্জিয়ায় ফল ঘোষণা করা কঠিন। ভোটের ব্যবধান এতই কম যে নতুন করে গণনা করতে হবে।

এ রাজ্যটিতে ইলেকটোরাল ভোট রয়েছে ১৬টি। ভোটের হিসাবে ট্রাম্পের চেয়ে বাইডেন দেড় হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে আছেন। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর