৭ নভেম্বর, ২০২০ ১১:১০

প্রথম দিন থেকেই করোনা নিয়ন্ত্রণে কাজ করবেন বাইডেন

অনলাইন ডেস্ক

প্রথম দিন থেকেই করোনা নিয়ন্ত্রণে কাজ করবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত জয় পেলে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে কাজ করবেন জো বাইডেন। তিনি বলেছেন, দায়িত্বগ্রহণের পর করোনা মহামারী নিয়ন্ত্রণে আমি কোনো সময় অপচয় করবো না।

ডেলওয়্যারে তার নিজ শহর ওয়েলমিংটন থেকে গতকাল শুক্রবার এক ভাষণে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, আমি সবাইকে জানাতে চাই, এই ভাইরাস নিয়ন্ত্রণে আমাদের পরিকল্পনা প্রথম দিন থেকে কার্যকর করতে যাচ্ছি। খবর এএফপি।

ভাষণে জো বাইডেন আরও বলেন, একটি জাতি হিসেবে নিরাময়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর তিনি নির্বাচিত হলে জাতিকে ঐক্যবদ্ধ করারও প্রতিশ্রুতি দেন। 

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোটে হারাতে বাইডেন নিজের আত্মবিশ্বাসের কথা বলেন। ভোট গণনায় দেরি হলেও নিজেকে বিজয়ী ঘোষণা থেকে সামান্য দূরে আছেন এই ডেমোক্র্যাট প্রার্থী।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর