১১ নভেম্বর, ২০২২ ১৭:২৭

ফুটবল বিশ্বকাপ: কাতারে পৌঁছেছে দৈত্যাকার ‘ভাসমান হোটেল’

অনলাইন ডেস্ক

ফুটবল বিশ্বকাপ: কাতারে পৌঁছেছে দৈত্যাকার ‘ভাসমান হোটেল’

তিনটি ভাসমান হোটেলের একটি এরইমধ্যে পৌঁছে গেছে কাতারে। ‘এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা’ নামের ওই প্রমোদ তরীটি পুরান দোহার বন্দরে নোঙর করেছে। 

ফিফার নির্দেশনা অনুযায়ী এটি বিশ্বকাপ দেখতে আসা ফুটবল ফ্যানদের জন্য ভাসমান হোটেল হিসেবে ব্যবহার করা হবে। ২২ তলা জাহাজটি ১৩ নভেম্বর থেকে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এই জাহাজে ৬ হাজার ৭০০ ফুটবল ফ্যানের থাকার ব্যবস্থা হবে। এটি ৪৭ মিটার লম্বা। এতে ২ হাজার ৬২৬ জন ক্রু মেম্বার এবং ৪০,০০০ স্কয়ার মিটার পাব্লিক স্পেস রয়েছে।

আরেকটি প্রমোদ তরী কাতারে ১৪ নভেম্বর পৌঁছাবে। ২০ নভেম্বর কাতারে পর্দা উঠছে ২২ তম ফুটবল বিশ্বকাপের। এই আসরের পর্দা নামবে ডিসেম্বরের মাঝামাঝি।

সূত্র: দ্য পেনিনসুলা

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর