১২ নভেম্বর, ২০২২ ১০:৫৩

কাতারে ফ্যান ভিলেজ যেমন হয়েছে, গুনতে হবে যতো টাকা

অনলাইন ডেস্ক

কাতারে ফ্যান ভিলেজ যেমন হয়েছে, গুনতে হবে যতো টাকা

কাতার বিশ্বকাপের জন্য ফ্যান ভিলেজ খুলে দেওয়া হয়েছে। ফুটবল সমর্থকদের জন্য বানানো এই অস্থায়ী গ্রামে ৬ হাজার কেবিন রয়েছে। একটি বিমানবন্দরের কাছে বানানো হয়েছে এই ভিলেজ।

এই গ্রামে সবমিলিয়ে ১২ হাজার মানুষ থাকতে পারবেন। এখানে আছে মেট্রো স্টেশন, বাস স্টপ, অস্থায়ী রেস্তোরাঁ ও নানা দোকানপাট। 

যে গ্রামে আছে কৃত্রিম ঘাস, আছে খোলা প্রান্তরে বিছানো শত শত চেয়ার। এই গ্রামে বসে ফুটবল ম্যাচও দেখা যাবে বড় পর্দায়অ 

উজ্জ্বল রঙের এস কেবিনে পাতলা দেয়াল, দুইটি বিছানা, ছোটো একটি চেয়ার, এসি, টয়লেট ও গোসলখানার ব্যবস্থা। 

প্রতি রাতের জন্য এখানে থাকতে গুনতে হবে ২০০-২৭০ ডলার। বাংলাদেশি ২০ হাজার থেকে ২৭ হাজার পর্যন্ত। এরইমধ্যে ৬০ শতাংশ কেবিন বুক হয়ে গেছে।


সূত্র: এপি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর