১৪ নভেম্বর, ২০২২ ১২:২১

ইরানের বিশ্বকাপ দল ঘোষণা

অনলাইন ডেস্ক

ইরানের বিশ্বকাপ দল ঘোষণা

নিজেদের ইতিহাসে প্রথমবার গ্রুপ পর্বের বাধা পেরোনোর লক্ষ্যে এবার কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করছে ইরান। বিশ্বকাপের জন্য ২৫ জনের দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ।

গোলবারের নিচে ইরানের আস্থা আলিরেজা বেইরানভান্দ। রক্ষণে নেতৃত্ব দেবেন দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ (১২১) ম্যাচ খেলা অভিজ্ঞ ডিফেন্ডার এহসান হাজসাফি। তার হাতে থাকবে দলের আর্মব্যান্ড। আক্রমণভাগ বেশ শক্তিশালী ইরানের। দেশের তৃতীয় শীর্ষ গোলদাতা সর্দার আজমোন (৪১) থাকবেন সামনের দিকে। মেহদী তারেমি ও করিম আনসারিফার্দ পরীক্ষা নেবেন প্রতিপক্ষের রক্ষণভাগের।

এবার ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েলস ও যুক্তরাষ্ট্র। আগামী ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ইরান খেলবে প্রথম ম্যাচ।

ইরানের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: আলিরেজা বেইরানভান্দ, পয়ম নিয়াজমান্দ, হুসাইন হোসেনি, আমির আবেদজাদেহ।

ডিফেন্ডার: সাদেগ মোহররামি, এহসান হাজসাফি, শোজায়ে খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, মোর্তেজা পৌরালিগঞ্জি, মজিদ হোসেনী, আবুলফজল জালালি, রামিন রেজাইয়ান, আল আহলি হোসেন কানানি।

মিডফিল্ডার: সাইদ এজাতোলাহি, ওয়াহিদ আমিরি, সামান ঘোদ্দোস, আহমদ নুরুল্লাহি, আলী করিমি, রাউজবেহ চেশমি।

ফরোয়ার্ড: আলিরেজা জাহানবখশ, মেহদী তারেমি, করিম আনসারিফার্দ, মেহদী তোরাবি, আলি গোলিজাদেহ, সর্দার আজমোন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর