১৪ নভেম্বর, ২০২২ ২০:১৬

পর্তুগাল-উরুগুয়েকে হারানোর হুংকার ঘানার

অনলাইন ডেস্ক

পর্তুগাল-উরুগুয়েকে হারানোর হুংকার ঘানার

পর্তুগাল ও উরুগুয়ের মতে শক্তিশালী দলকে হারিয়ে গ্রুপ পর্বের বেড়া ডিঙানোর সামর্থ্য আছে বলেই মনে করেন ঘানার কোচ অটো আডো।

শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে তিনি মোটেও ভীত নন।

ঘানার কোচ বলেন, ‘আমি নিশ্চিত কিছু খেলোয়াড়ের মনে এ বিষয়টি কাজ করবে। কেননা, সেটা ছিল নির্ণায়ক ম্যাচ এবং শুধু ঘানা নয়, আফ্রিকার জন্যও তাই ছিল। ঘানা জিতলে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার ইতিহাস গড়ত।’ 

আডো বলেন, ‘এটা (হেরে যাওয়া) ছিল খুবই বেদনাদায়ক, কিন্তু এখন নতুন প্রজন্মের খেলোয়াড়রা মাঠে নামবে। কাতারে আমাদের উচিত হবে একেকটা ম্যাচ ধরে এগোনো। পর্তুগালের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচটি খুবই নির্ণায়ক এবং গুরুত্বপূর্ণ হবে। এ ম্যাচের ফল ঠিক করে দেবে আমাদের দ্বিতীয় ম্যাচের সুর। যদি আমরা পর্তুগাল ম্যাচে পয়েন্ট পাই, তাহলে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের চাপ অনেক কমে যাবে।’

বিশ্বকাপে ২৪ নভেম্বর পর্তুগালের মুখোমুখি হবে ঘানা। এরপর দক্ষিণ কোরিয়া ম্যাচের পর ২ ডিসেম্বরে উরুগুয়ের বিপক্ষে খেলবে তারা। তিন প্রতিপক্ষকে সমীহ করলেও আডো ঠিকই দিলেন কঠিন লড়াইয়ের বার্তা। 


বিডি প্রতিদিন/নাজমুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর