শিরোনাম
১৫ নভেম্বর, ২০২২ ১০:২৩

চোটগ্রস্ত আর্জেন্টাইনরা কেমন আছেন?

অনলাইন ডেস্ক

চোটগ্রস্ত আর্জেন্টাইনরা কেমন আছেন?

ফাইল ছবি

চোটের কবলে পড়েছিল আজেন্টাইন শিবিরের অনেক ফুটবলার। স্বয়ং অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েও একসময় ছিল শঙ্কা। যদিও এখন পর্যন্ত মেসি বেশ ভালোই আছেন। তবে পাওলো দিবালা, আনহেল দি মারিয়া, মার্কোস আকুনাসহ পাওলো দিবালাদের কেউ কেউ এখনও আছেন খানিকটা চোটে, কেউ আবার সেরেও উঠেছেন।

খবর বলছে, চোট কাটিয়ে প্রায় এক মাস পর পাওলো দিবালা ইতালির লিগ সিরি ‘আ’তে তুরিনোর বিপক্ষে মাঠে ফিরেছেন। ৭০ মিনিটে বদলি হিসেবে নেমে ভালোই করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। দেখা গেছে বেশ চনমনেই আছেন দিবালা, তবে এখনও গতি ফিরে পাওয়ার লড়াই চলছে।

আনহেল দি মারিয়াও অক্টোবরের মাঝামাঝিতে চোট কাটিয়ে ফিরেছেন। গত সপ্তাহে জুভেন্টাসের হয়ে তিনটি ম্যাচও খেলেছেন এই মেসি সতীর্থ। যদিও সব ম্যাচেই তিনি নেমেছিলেন বদলি হয়ে। তারও চলছে ছন্দ ফিরে পাওয়ার লড়াই।

হুয়ান ফইথও মাঠের বাইরে ছিলেন প্রায় এক মাস। তবে মাঠে ফিরেই নিজের ক্লাব ভিয়া রিয়ালের দুই গোলে অ্যাসিস্ট করেছেন এই ডিফেন্ডার।

ক্রিস্তিয়ান রোমেরোও ছিলেন চোটে। মাংশপেশির চোট আর্জেন্টিনার এই ডিফেন্ডারকে বেশ ভুগিয়েছে। তবে চোট কমলেও গেলো দুই সপ্তাহে কোনো ম্যাচ খেলা হয়নি তার, তাই খানিকটা ছন্দ ঘাটতি রয়েই গেছে।

মার্কোস আকুনাও কুঁচকির চোটে ভুগছেন অনেকদিন। পরীক্ষ-নিরীক্ষার পরই তিনি মাঠে নামার অনুমতি পাবেন। তবে জানা গেছে খেলতে পারবেন তিনি, আপাতত কোনো শঙ্কা নেই।

নিকোলাস গনসালেসও গত ২২ অক্টোবরের পর কোনো ম্যাচ খেলেননি। এই ফরোয়ার্ডও সেরে উঠেছেন। তবে ছন্দহীনতার শঙ্কা থেকেই যাচ্ছে।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর