১৬ নভেম্বর, ২০২২ ১৭:১২

আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে নেইমাররা : কাফু

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে নেইমাররা : কাফু

ফাইল ছবিতে কাফু

২০ নভেম্বর মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। কার হাতে উঠবে এই আসরের শিরোপা সে নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে নেইমাররা বলে ভবিষ্যদ্বাণী করেছেন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার কাফু।

তিনি বলেন, ব্রাজিল, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও ফ্রান্সের মতো দল শীর্ষ বাছাই। জার্মানি, বেলজিয়াম ও পর্তুগালও খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তাদের সবারই সম্ভাবনা আছে ফাইনালে পৌঁছানোর ও বিশ্বকাপ জেতার। আর্জেন্টিনা বনাম ব্রাজিল (সেমিফাইনাল) ম্যাচটি সহজ নয়, কারণ তারা বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি দল যাদের কিনা বিশ্বসেরা খেলোয়াড় আছে। অপর সেমিফাইনালে ফ্রান্স-পর্তুগাল ম্যাচটিও খুব কঠিন হবে।

সবশেষ ২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই আসরে কাফুর নেতৃত্বেই শিরোপা উচিয়ে ধরে সেলেসাওরা। কিন্তু পরের চার আসরে কাফুর উত্তরসূরি হতে পারেননি কেউ। এখনো বিশ্বমঞ্চে ষষ্ঠ শিরোপার মুখ দেখেনি ব্রাজিল। তবে কাতার বিশ্বকাপে এসে ২০ বছরের সেই আক্ষেপ ঘোচানো উচিত বলে মনে কাফু।

সূত্র : ডেইলি মেইল ও দ্য পেনিনসুলা কাতার।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর