১৮ নভেম্বর, ২০২২ ০৯:১৪

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে পরিবর্তন কেন?

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে পরিবর্তন কেন?

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। এমন সময় চোট সমস্যায় আর্জেন্টিনা দলে এলো পরিবর্তন। বিশ্বকাপ খেলা হলো না আর্জেন্টিনার সবশেষ ম্যাচে গোলের দেখা পাওয়া হোয়াকিন কোররেয়ার।

দুর্ভাগ্য অবশ্য কেবল হোয়াকিনের একার নয়। নিকলাস গনজালেসও চোট নিয়ে চলে গেছেন মাঠের বাইরে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টিনার হয়ে ১৯ ম্যাচে ৪ গোল করা কোররেয়াকে বাদ দিতে হয়েছে যে চোটের কারণে, সেটার শুরু সংযুক্ত আরব আমিরাত ম্যাচের ঠিক পর থেকেই। সেই ম্যাচ খেলে এসেই বাম হাঁটুতে ব্যথা শুরু হয় তার। 

এর আগেই অবশ্য পেশির চোট ছিটকে দেয় নিকলাস গঞ্জালেসকে। আর্জেন্টিনার বিবৃতিতে বলা হয় বিষয়টি। তার বদলে দলে ডাকা হয় রিজার্ভ হিসেবে থাকা আনহেল কোররেয়াকে। 

এদিকে হোয়াকিনের বদলে দলে আনা হয় তিয়াগো আলমাদাকে। তিয়াগো আর্জেন্টিনার জার্সি গায়ে চড়িয়ে খেলেছেন মোটে একটি ম্যাচে। 

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে এরপর দলটি খেলবে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর