শিরোনাম
১৮ নভেম্বর, ২০২২ ১৭:৫৩

পুরান ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পুরান ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন

আর একদিন পরেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আগামী এক মাস বিশ্বকাপের উত্তেজনা-উন্মাদনা ছুঁয়ে যাবে সারা বিশ্বকে। বৈশ্বিক এই জনপ্রিয় আসরে প্রিয় দলের সমর্থনে বিভোর থাকেন বাংলাদেশের সমর্থকরা। প্রতি বিশ্বকাপে তারা প্রিয় দলের পতাকা উড়িয়ে জানান দেন ভালোবাসা, প্রিয় দল নিয়ে চলে প্রতিযোগিতা। এবারেও এর ব্যতিক্রম নেই। 

রাজধানীর অলিগলির দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি এবং বাসাবাড়ির ছাদে ওড়ানো হচ্ছে পতাকা। বাদ যায়নি পরিবহন, চায়ের দোকান ও অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানও। 

এদিকে আজ পুরান ঢাকায় আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকরা বিশাল বড় শোডাউন করেছেন। শোডাউনটি লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজারের মোড় অতিক্রম করে ধোলাইখাল টং মার্কেট হয়ে পুনরায় লক্ষ্মীবাজার এসে শেষ হয়। 

শোডাউনে দুইটি পিকআপ, ১০ টির বেশি বাইক, ২ টি কারসহ দুইশতাধিক সমর্থক অংশগ্রহণ করেন। এতে ব্রাজিল এবং আর্জেন্টিনার ১০০ ফুটের ২টা পতাকা দেখা যায়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর