১৮ নভেম্বর, ২০২২ ২০:২৬

বিশ্বকাপের সকল ভেন্যুতে অ্যালকোহলযুক্ত বিয়ার বিক্রি নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের সকল ভেন্যুতে অ্যালকোহলযুক্ত বিয়ার বিক্রি নিষিদ্ধ

কাতারের ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র দুই দিন

বিশ্বকাপের সকল ভেন্যুতে অ্যালকোহলযুক্ত বিয়ার বিক্রি নিষিদ্ধ করার তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ফুটবল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিল।

প্রাথমিকভাবে স্পন্সর বুডওয়েজারকে বিশ্বমঞ্চের ভেন্যুগুলোতে বিয়ার বিক্রির অনুমতি দেয় ফিফা। তবে ফিফা, স্পন্সর বুডওয়েজার এবং আয়োজক দেশের মধ্যে দীর্ঘ আলোচনার পর অ্যালকোহলযুক্ত বিয়ার বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে।

তবে স্টেডিয়াম এবং অন্যান্য আতিথেয়তা ভেন্যুগুলোর বাইরে নির্ধারিত ‘ফ্যান জোনে’ অ্যালকোহল পাওয়া যাবে। এছাড়া অন্য কোথাও মিলবে না।

কাতারে বিলাসবহুল আন্তর্জাতিক হোটেল কিংবা রিসোর্টের সঙ্গে যুক্ত নয়- এমন সব রেস্তোরাঁয় অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ। তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিদেশি নাগরিকরা দেশটির রাজধানী দোহার উপকণ্ঠে কাতার এয়ারওয়েজ-চালিত একটি ডিপো থেকে বাড়িতে ব্যবহারের জন্য বিয়ার ও ওয়াইনের বোতল কিনতে পারেন। স্কাই নিউজ

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর