১৯ নভেম্বর, ২০২২ ১২:৪০

বিশ্বকাপ; খেলোয়াড়দের মানসিক সুরক্ষায় যে উদ্যোগ নিল ফিফা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ; খেলোয়াড়দের মানসিক সুরক্ষায় যে উদ্যোগ নিল ফিফা

বিশ্বকাপ সামনে রেখে কাতারে পৌঁছেছে পর্তুগাল দল

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বর্ণবাদী, বৈষম্যমূলক আক্রমণের শিকার হন ফুটবলাররা। তাদের সুরক্ষা দিতে কাতার বিশ্বকাপের আগমুহূর্তে নতুন সেবা চালু করেছে ফিফা। ১৭ নভেম্বর এক বিবৃতিতে ফিফা বলেছে, বৈষম্য প্রতিরোধ ও পেশাদার ফুটবলারদের মানসিক সুরক্ষা নিশ্চিত করতে যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে ফিফা ও ফিফপ্রো। এ সেবাটির নাম সোশ্যাল মিডিয়া প্রোটেকশন সার্ভিস (এসএমপিএস)। 

বিশ্বকাপ চলাকালে অংশগ্রহণকারী ৩২টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো তাদের খেলোয়াড় ও ভক্ত-সমর্থকদের সুরক্ষা দিতে এই উদ্যোগের সহায়তা নিতে পারবেন। তারা ঘৃণাজনক বক্তব্যের বিষয়ে পর্যবেক্ষণ, রিপোর্টিং ও মডারেশন সেবা পাবেন। 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, খেলোয়াড়রা যাতে সামর্থ্য অনুযায়ী সেরা ফুটবলটাই খেলতে পারে সে জন্য আমরা উপযুক্ত পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। খেলোয়াড়দের মনোবল ও মানসিক স্বাস্থ্য নষ্টকারী এসব সোশ্যাল মিডিয়া পোস্টের নেতিবাচক প্রভাব থেকে তাদের সুরক্ষা দিতেই এ সেবা।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর