১৯ নভেম্বর, ২০২২ ২৩:০১

বিশ্বকাপ নিয়ে সমালোচনাকে ‘ভন্ডামি’ বললেন ফিফা সভাপতি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ নিয়ে সমালোচনাকে ‘ভন্ডামি’ বললেন ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি আল-জাজিরার

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে কাতারের মানবাধিকার নিয়ে সমালোচনাকারীদের একহাত নিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় পশ্চিমা সমালোচনাকে ‘ভন্ডামি’ বলে মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসির

কাতারে মানবাধিকার নিয়ে পশ্চিমা সমালোচনাকে  আজ ‘ভন্ডামি’ বলে উড়িয়ে দেন ফিফা প্রধান। এ সময় কাতারের কর্মকর্তারা বলেন, তাদের দেশ ‘দ্বিমুখি আচরণ’ ও ‘বর্ণবাদের’ শিকার। তারা (সমালোচকরা) এখানকার কাজের পরিবেশ ও নিরাপত্তার সংস্কারের দিকে ইঙ্গিত করছে যেটি এই অঞ্চলে যুগান্তকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে।’

টুর্নামেন্টের উদ্বোধনকে সামনে রেখে দোহায় এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো কাতারের সামলোচনাকারীদের উদ্দেশ্যে কটু বাক্য ব্যবহার করে বলেন, একতরফা এই নৈতিকতার শিক্ষা এক ধরনের ভন্ডামি। আমি আপনাকে জীবনের কোন শিক্ষা দিতে চাই না। তবে এখানে যা হচ্ছে তা খুবই অন্যায়।’

সুুইজারল্যান্ডের ইনফান্তিনো আরও বলেন, ‘অন্যকে নৈতিক শিক্ষা দেয়ার আগে আমরা ইউরোপীয়রা বিগত ৩ হাজার বছর ধরে যা করে আসছি তার জন্য আমাদের পরবর্তী ৩ হাজার বছর ক্ষমা চাওয়া উচিৎ।’ -বাসস।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর