২১ নভেম্বর, ২০২২ ১৮:১৬

৩০০ ফুট পতাকা নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল

ময়মনসিংহ প্রতিনিধি

৩০০ ফুট পতাকা নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল

৩০০ ফুট পতাকা নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল

কাতার ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে ময়মনসিংহ মেডিকেল (মমেক) কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও। সোমবার দুপুরে ক্যাম্পাস থেকে ৩০০ ফুট দৈর্ঘ্যের একটি পতাকা কাঁধে নিয়ে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে আর্জেন্টিনা সমর্থকরা। এসময় অনেকের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকাও।

মিছিলটিতে কলেজের শতাধিক শিক্ষার্থী ছাড়াও শিক্ষকরাও অংশ নেন। এসময় তারা হই-হুল্লোড়ে মেতে ওঠেন। আর্জেন্টিনা আর মেসির সমর্থনে দেয়া শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সমর্থকরা।

নাঈমুর রশিদ নামে এক শিক্ষার্থী বলেন, কোনো মেডিকেল কলেজে আমাদের মতো এতো বড় পতাকা করেনি। আমরা মনপ্রাণে আর্জেন্টিনাকে ভালোবাসি। তাই নিজেদের টাকায় পতাকা, আলপনাসহ বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। আশা করছি বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা ইতিহাসে নতুন করে নাম লেখাবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা.ইমরুল হাসান বলেন, এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট আর্জেন্টিনা। অন্যান্য দল ভালো খেললেও ব্যক্তিগতভাবে আর্জেন্টিনাকে ভালোবাসি বলেই মিছিলে অংশগ্রহণ করা। আশা করি মেসির হাতেই উঠবে কাপ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর