২১ নভেম্বর, ২০২২ ২২:০৭

শেষ বিশ্বকাপে ভালো খেলতে চাই: সংবাদ সম্মেলনে মেসি

রাশেদুর রহমান, কাতার থেকে

শেষ বিশ্বকাপে ভালো খেলতে চাই: সংবাদ সম্মেলনে মেসি

ক্যারিয়ারে শেষ বিশ্বকাপ ধরে নিয়েই কাতারে মাঠে নামছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকা ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আবারও সেই কথাই জানালেন সাংবাদিকদের।

তিনি বলেন, ‘দলের সবার কাছ থেকেই দারুণ সহযোগিতা পেয়েছি। আমার ক্যারিয়ারটা দারুণ কেটেছে জাতীয় দলে। বর্তমানে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে খেলছি।...আমি আগের চেয়ে ভালো ফর্মে আছি কি না জানি না। তবে এই বিশ্বকাপে নিজের সেরা খেলাটাই খেলতে চাই।’

মেসির ভাষায়, ‘আমি যেমনটা বলেছি, সত্যিই সুখী এখানে এসে। একটা দল হিসেবে ম্যাচে আমরা ভালো ফল করার চেষ্টা করব।’

নিজের ফর্ম নিয়েও কথা বলেছেন ক্ষুদে জাদুকর। তিনি বলেন, ‘আমি জানি না এটাই আমার ক্যারিয়ারের সেরা সময় কি না। তবে আমি সময়টা উপভোগ করতে চাই। বিশ্বকাপের মতো মঞ্চে হাই ভোল্টেজ ম্যাচ খেলতে হয়। আমরা একের পর এক ম্যাচে জিততে চাই। আমি চেষ্টা করছি সময়টা উপভোগ করতে।’

মেসির কণ্ঠে শিরোপ জয়ের প্রত্যয়। তার ভাষায়, ‘আমি সব সময়ই চেষ্টা করি আরও ভালো করতে। ট্রফি জিততে। এই বিশ্বকাপেও আমরা চেষ্টা করব। আমাদের দলের অনেকেই এমন আছে যারা হয়ত সামনের বিশ্বকাপটা খেলবে না। আমি তাদেরকে বলেছি, তোমরা নিজেদের সেরা খেলাটা খেলো এবার। পরে আর সুযোগ নাও আসতে পারে।’

বয়সের কথাও মাথায় আছে এলএম টেনের। তাই তো সোজাসাপ্টাই বললেন, ‘যে কোনো ক্ষেত্রেই বয়স একটা বড় ব্যাপার। ধীরে ধীরে মানুষ আরও বেশি অভিজ্ঞ ও পরিপক্ক হয়। এখন আমি বুঝতে পারি যে উপভোগ করাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর