২২ নভেম্বর, ২০২২ ১২:২১

আর্জেন্টিনা-মেক্সিকো কেউই ফেবারিট নয়: পোল্যান্ড কোচ

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনা-মেক্সিকো কেউই ফেবারিট নয়: পোল্যান্ড কোচ

জেসল মিচিনিউইজ

কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় যেতে হলে পোলিশদের পাড়ি দিতে হবে কঠিন পথ। শক্তির বিচারে আর্জেন্টিনা তো বটেই, এবং অভিজ্ঞতার দিক থেকে পোল্যান্ডের চেয়ে মেক্সিকোও অনেকটা এগিয়ে। তবে পোল্যান্ডের কোচ জেসল মিচিনিউইজ অবশ্য কোনো ফেভারিট তত্ত্ব মানতে রাজি নন। তার মতে, তাদের গ্রুপে কেউই নিরঙ্কুশ সেরা দল নয়। 

‘সি’ গ্রুপে পোল্যান্ড মঙ্গলবার তাদের প্রথম ম্যাচ খেলবে মেক্সিকোর বিপক্ষে। এই গ্রুপের আরেক দল সৌদি আরব।

এবার দিয়ে ৯ বার বিশ্ব সেরার মঞ্চে খেলছে পোল্যান্ড। ১৯৮৬ আসরের পর তারা আর গ্রুপ পর্বের বৈতরণী পার করতে পারেনি। বিপরীতে, ১৯৭৮ বিশ্বকাপের পর বৈশ্বিক আসরে কখনোই শেষ ষোলোর আগে বিদায় নেয়নি মেক্সিকো। 

দুই দলের লড়াইয়ে কনকাকাফ অঞ্চলের দেশটি ফেভারিট কি-না, এই প্রশ্নের জবাবে সোমবার সংবাদ সম্মেলনে জেসল মিচিনিউইজ বলেন, তার কাছে গ্রুপের সব দলই সমানে সমান। 

“আমরা মেক্সিকোকে এভাবে (ফেভারিট) দেখি না। আমি আমাদের (দুই দলের) মধ্যে, সৌদি আরব বা আর্জেন্টিনার সঙ্গেও নিজেদের এমন পার্থক্য দেখি না।”

“আমরা সবাই বিশ্বকাপে আছি, আমরা গ্রুপে নিজেদেরকে প্রতিপক্ষের মতোই গুরুত্বপূর্ণ মনে করি। আমরা তাদেরকে এগিয়ে রাখছি না।” 

জেসল মিচিনিউইজের বিশ্বাস, শেষ ষোলোয় জায়গা করে নেবে তার দল। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর