২৩ নভেম্বর, ২০২২ ০১:৩০

শুরুতেই ফ্রান্সের জালে অস্ট্রেলিয়ার গোল

অনলাইন ডেস্ক

শুরুতেই ফ্রান্সের জালে অস্ট্রেলিয়ার গোল

সংগৃহীত ছবি

শিরোপা ধরে রাখার মিশনে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টায় মাঠে নেমেছে ফ্রান্স। আল জানুব স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 

ম্যাচ শুরুর ৯ মিনিটেই গোল দিয়ে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।  ল্যাকির পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করতে বিন্দুমাত্র ভুল করেননি গডউইন। ফরাসিদের স্তব্ধ করে উল্লাসে ভাসে অস্ট্রেলিয়া শিবির। 

ফ্রান্সের বিপক্ষে অস্ট্রেলিয়ার অতীত রেকর্ডও খুব বেশি ভালো নয়। সবশেষ পাঁচ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। তাও ২০০১ সালে ফিফা কনফেডারেশন্স কাপে। সবশেষ ২০১৮ বিশ্বকাপেও তাদের দেখা হয়েছিল। আঁতোয়ান গ্রিজমানের পেনাল্টি গোলে ভর করে লেস ব্লুজরা জিতেছিল ২-১ গোলে। 

ফ্রান্সের তারকা খেলোয়াড় করিম বেনজেমা, পল পগবা, এন’গলো কান্তে ও ক্রিস্টোফার এনকুকো ইতোমধ্যে ইনজুরিতে পড়ে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। খেলোয়াড়দের ইনজুরি আর শিরোপা ধরে রাখার চাপ সামাল দেওয়ার মতো যদি দল থাকে তাহলে ফ্রান্স তাদের মধ্যে অন্যতম।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর