২৩ নভেম্বর, ২০২২ ০২:০১

প্রথমার্ধ শেষে জিরুডের গোলে এগিয়ে গেল ফ্রান্স

অনলাইন ডেস্ক

প্রথমার্ধ শেষে জিরুডের গোলে এগিয়ে গেল ফ্রান্স

সংগৃহীত ছবি

শিরোপা ধরে রাখার মিশনে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টায় মাঠে নেমেছে ফ্রান্স। আল জানুব স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 

ম্যাচ শুরুর ৯ মিনিটেই গোল দিয়ে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।  ল্যাকির পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করতে বিন্দুমাত্র ভুল করেননি গডউইন। ফরাসিদের স্তব্ধ করে উল্লাসে ভাসে অস্ট্রেলিয়া শিবির। 

২৬ মিনিটে সমতা আনে ফ্রান্স। কর্নার থেকে ডি বক্স হয়ে বল যায় একটু সামনে। এরপর বল বাঁ দিকে হার্নান্দেজের কাছে যায়। তিনি ক্রস করেন আবার ডি বক্সে। সেখানে থাকা র‍্যাবিওট দারুণ হেডে লক্ষ্যভেদ করেন। 

র‍্যাবিওটের পর গোলের দেখা পান জিরুডের গোল। ৩২ মিনিটে গোলের দেখা পান জিরুড। ২-১ গোলে এগিয়ে যায় ফ্রান্স। এমবাপ্পে থেকে বল পেয়ে ডি বক্সে কাট ব্যাক করেন প্রথম গোলদাতা র‍্যাবিওট। বল আসে ডি বক্সের সেন্টারে থাকা জিরুডের কাছে। পায়ের আলতো টোকায় ফাঁকা পোস্টে গোল দিতে ভুল করেননি ফ্রান্সের এই স্ট্রাইকার। ফ্রান্সের হয়ে সবশেষ ২৭ ম্যাচে এটি জিরুডের দ্বিতীয় গোল। প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে গেল ফ্রান্স।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর