২৪ নভেম্বর, ২০২২ ০৩:০৩

ভালো খেলেও হারলো কানাডা, কষ্টার্জিত জয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের

অনলাইন ডেস্ক

ভালো খেলেও হারলো কানাডা, কষ্টার্জিত জয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের

বেলজিয়ামের মিচি বাতশুয়াই গোল করার পর উদযাপন করছেন। ছবি : রয়টার্সের

কানাডাকে ১-০ গোলে হারালো গত বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা দল বেলজিয়াম।

এবারের কাতার বিশ্বকাপেও হট ফেভারিট তারা।

তবে বিশ্বকাপের মঞ্চে প্রায় ৩৬ বছর পর জায়গা পাওয়া কানাডা বেশ ভালো খেলেছে। বুধবার দিবাগত রাতে (বৃহস্পতিবার ২৪ নভেম্বর) দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল।

পুরো ম্যাচেই কানাডার দাপট ছিল। আক্রমণভাগে যোগ্য একজন ফুটবলার থাকলে ফলাফল ভিন্নও হতে পারতো তাদের।

ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় কানাডা। বেলজিয়াম ডিবক্সের ভেতর কারাসকোর হাতে বল লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।

কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কানাডার বায়ার্ন মিউনিখের তারকা আলফোনসো ডেভিস। কুর্তোয়া ডান পাশে ঝাপিয়ে পড়ে ডেভিসের মাটি কামড়ানো শট রুখে দেন। রিবাউন্ডেও বল গোলবারের বাইরে মারেন লারিয়া।

ম্যাচের প্রায় পুরোটা সময় বল নিজেদের দখলে রাখে কানাডা। বল পজিশনে কানাডা পিছিয়ে থাকলেও গোলমুখে ৬টি শটের ভেতর ২টিই ছিল অন টার্গেটে।

পক্ষান্তরে বেলজিয়াম মাত্র ২টি শট নিতে পেরেছে গোলমুখে। ম্যাচের ৪০ মিনিটে বেলজিয়ামের পেনাল্টি বক্সের ভেতর লারিয়া পড়ে গেলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেননি।

এর ঠিক ৪ মিনিট পরে অল্ডারউয়েরেল্ডের বাড়ানো বলে বাতশুয়াইর অন টাচ শট দেখা পায় জালের ঠিকানা।

১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম। শেষ পর্যন্ত বাতশুয়াইর এই একমাত্র গোলেই কষ্টার্জিত জয় পায় বেলজিয়াম।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর