২৪ নভেম্বর, ২০২২ ০৮:৪০

১৯৯০ বিশ্বকাপের পুনরাবৃত্তি সম্ভব, বিশ্বাস আর্জেন্টিনার সাবালেতার

অনলাইন ডেস্ক

১৯৯০ বিশ্বকাপের পুনরাবৃত্তি সম্ভব, বিশ্বাস আর্জেন্টিনার সাবালেতার

পাবলো সাবালেতা।

এবারের মতো ১৯৯০ বিশ্বকাপেও প্রথম ম্যাচে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। সেবার যদিও শুরুর ধাক্কা সামলে তারা উঠেছিল ফাইনালে। এবারও তেমন কিছু করতে পারবে মেসি-ডি মারিয়ারা? 

দেশটির সাবেক ডিফেন্ডার পাবলো সাবালেতার দৃঢ় বিশ্বাস, পারবে লিওনেল মেসির দল। এমনকি বিশ্বকাপও জিততে পারে তার উত্তরসূরিরা।

১৯৮৬ সালে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা পরের আসরে ফেভারিট হিসেবে খেলতে নেমে প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে যায়। তবে খেই না হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। কোনোমতে গ্রুপ পর্ব পার হওয়ার পর ধাপে ধাপে এগিয়ে জায়গা করে নেয় ফাইনালে। শিরোপা লড়াইয়ে তাদের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি। 

১৯৯০ এর মতো এবারও শীর্ষ ফেভারিট দলগুলোর একটি হিসেবেই খেলছে আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্ব সেরার মঞ্চে খেলতে এসেছে তারা। কিন্তু শুরুতেই ছন্দপতন; হেরে গেছে পুঁচকে সৌদি আরবের বিপক্ষে। গত মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে মেসি-দি মারিয়াদের তারা হারিয়ে দেয় ২-১ গোলে। 

আর্জেন্টিনার ২০১৪ বিশ্বকাপ স্কোয়াডের সদস্য সাবালেতার বিশ্বাস, সৌদির বিপক্ষে অঘটনের ধাক্কা সামলে অনেকদূর যাবে স্কালোনির দল। তিনি বলেন, আমরা কি এখনও এটি (বিশ্বকাপ) জিততে পারি? অবশ্যই। বিশ্বকাপে এখনও অনেক কিছু বাকি।

গ্রুপে নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই গ্রুপের অন্য দল পোল্যান্ড।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর