২৪ নভেম্বর, ২০২২ ২৩:২৬

গোল দিয়ে বিশ্বকাপ মিশন শুরু রোনালদোর

অনলাইন ডেস্ক

গোল দিয়ে বিশ্বকাপ মিশন শুরু রোনালদোর

ফাইল ছবি

ঘানার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলছে পর্তুগাল। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়। তবে দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে পেনাল্টিতে গোলের দেখা পায় ক্রিস্টিয়ানো রোনালদো। এতে ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। এর আট মিনিট পর ৭৩ মিনিটের মাথায় সমতা ফেরায় ঘানা।

তবে পর্তুগালের পাল্টা আক্রমণে দিশেহারা হয়ে যায় প্রতিপক্ষ। পরে ৭৮ ও ৮০ মিনিটে পর পর দুই গোলে ৩-১ এগিয়ে আছে রোনালদোরা।

ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যেতে পারতো পর্তুগাল। মাঝমাঠ থেকে বেনার্দো সিলভা উড়িয়ে মারেন ডি বক্সে। ঘানার ডিফেন্ডারদের সামনে রোনালদো ছিলেন। নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে পড়ে যান মাটিতে। সহজ সুযোগ মিস করে পর্তুগাল। ১৩তম মিনিটে কর্নার থেকেও লাফিয়ে উঠে হেড দিতে গিয়ে বাইরে মেরে দেন।

৩১ মিনিটে ডি বক্সের বাম কোনায় জোয়াও ফেলিক্সের পাস রোনালদোর কাছে আসে। দুই ডিফেন্ডারকে পরাস্ত করে কোনাকুনি শটে বল জালে জড়ান। কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে নিতে গিয়ে ফাউল করেন। এটাই কাল হলো। গোল দিয়েও উল্লাস করতে পারেননি। কেননা ফাউলের সঙ্গে সঙ্গেই রেফারি বাঁশি বাজান। রোনালদোর কিছু করার ছিল না। শেষ পর্যন্ত গোলশূন্যতে বিরতিতে যেতে হয় তাদের।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর