২৫ নভেম্বর, ২০২২ ০০:৩৪

জাতীয় সংগীতের সময় কাঁদলেন রোনালদো

অনলাইন ডেস্ক

জাতীয় সংগীতের সময় কাঁদলেন রোনালদো

জাতীয় সংগীতের সময় কাঁদলেন রোনালদো

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামে পর্তুগাল ও আফ্রিকার দেশ ঘানা। তবে ম্যাচটি শুরুর আগে দলীয়ভাবে জাতীয় সংগীত গাওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো।

সেই মুহূর্তের ছবিটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর এই কান্না ছুঁয়ে গেছে সমর্থকদেরও।  

৩৭ বছর বয়সী রোনালদোর এটাই শেষ বিশ্বকাপ। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমেছেন তিনি। স্বাভাবিকভাবেই আবেগাক্রান্ত হওয়ার কথা তার। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে সম্প্রতি তার সঙ্গে ঘটে যাওয়া কিছু বিতর্কিত ঘটনাও। এবারের বিশ্বকাপে মাঠে নামার আগেই সমঝোতার মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তার।

ম্যাচের শুরু থেকেই ঘানার রক্ষণে আক্রমণের ঢেউ তোলেন রোনালদো-ফেলিক্স-কানসেলোরা। ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যেতে পারতো পর্তুগাল। মাঝমাঠ থেকে বেনার্দো সিলভা উড়িয়ে মারেন ডি বক্সে। ঘানার ডিফেন্ডারদের সামনে রোনালদো ছিলেন। নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে পড়ে যান মাটিতে। সহজ সুযোগ মিস করে পর্তুগাল। ১৩তম মিনিটে কর্নার থেকেও লাফিয়ে উঠে হেড দিতে গিয়ে বাইরে মেরে দেন।

এছাড়া ৩১ মিনিটে ডি বক্সের বাম কোনায় জোয়াও ফেলিক্সের পাস রোনালদোর কাছে আসে। দুই ডিফেন্ডারকে পরাস্ত করে কোনাকুনি শটে বল জালে জড়ান। কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে নিতে গিয়ে ফাউল করেন। এটাই কাল হলো। গোল দিয়েও উল্লাস করতে পারেননি। কেননা ফাউলের সঙ্গে সঙ্গেই রেফারি বাঁশি বাজান। রোনালদোর কিছু করার ছিল না। প্রথমার্ধে ৭১ শতাংশ সময় বল দখলে রেখেও গোলের দেখা পায়নি পর্তুগিজরা। শেষ পর্যন্ত গোল গোল ছাড়াই বিরতিতে যেতে হয় তাদের।

তবে বিরতির পর পর্তুগাল গোল পায় ৬৫ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। রোনালদোর গোলটি ফিরিয়ে দিতে বেশি সময় নেয়নি ঘানা। ৭৩ মিনিটে ১–১ সমতায় ফেরে তারা। পর্তুগালের বাজে রক্ষণের সুবিধা নিয়ে সহজেই ঘানাকে সমতায় ফেরানো গোলটি করেন ঘানার অধিনায়ক আন্দ্রে আইয়ু।

কিন্তু ঘানা সমতায় ফেরার প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেখায় পর্তুগাল। ৭৮ মিনিটে জোয়াও ফেলিক্সের অসাধারণ এক গোলে সমতায় ২-১ গোলে এগিয়ে যায় তারা। ২ মিনিট পর ব্যবধান ৩-১ করেন রাফায়েল লিয়াও। তবে ৮৯ মিনিটে উসমান বুখারির গোলে ব্যবধান কমিয়ে ৩-২ করে ঘানা। এর আগেই অবশ্য রোনালদোকে মাঠ থেকে তুলে নেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।

তবে বাড়তি যোগ করা ৯ মিনিটে ঘানা গোলের দুটি ভালো সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত পারেনি। তাই পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর