শিরোনাম
২৫ নভেম্বর, ২০২২ ২১:৩৭

নেইমার বিশ্বকাপে অবশ্যই খেলবে : ব্রাজিলের কোচ

অনলাইন ডেস্ক

নেইমার বিশ্বকাপে অবশ্যই খেলবে : ব্রাজিলের কোচ

গতকাল সার্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে চোটের পর নেইমার। ছবি : রয়টার্সের

সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় দিয়ে হেক্সা মিশন শুরু করেছে ব্রাজিল। কিন্তু সেলেসাওদের এমন খুশির দিনে দুশ্চিন্তা হয়ে আসে নেইমারের চোট।

ম্যাচের পরে ব্রাজিলিয়ান দলের চিকিৎসক রদ্রিগো লেসমার জানান, ডান পায়ের গোড়ালিতে চোট লেগেছে নেইমারের। তার ইনজুরি কতটা গুরুতর, তা জানতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা  অপেক্ষা করতে হবে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‌‌‘মার্কা’ জানিয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে সোমবারের ম্যাচে খেলতে পারবেন না নেইমার, এটুকু নিশ্চিত। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচেও নেইমার অনিশ্চিত।

খবরে আরও বলা হয়েছে, তবে বিশ্বকাপ শেষ হয়ে যায়নি নেইমারের।

অপরদিকে এ বিষয়ে ব্রাজিলিয়ান কোচ তিতে জোর গলায় জানালেন, বিশ্বকাপে অবশ্যই খেলবেন নেইমার।

নেইমারের এ ইনজুরি মারাত্মক কোনো সমস্যা নয় উল্লেখ করে কোচ তিতে বরেন, ‘আমরা আত্মবিশ্বাসী, অবশ্যই নেইমার খেলবে। সে বিশ্বকাপে খেলা চালিয়ে যাবে। আমি দেখিনি সে কেমন আঘাত পেয়েছে। তবে ব্যথা পেলেও খেলে যাওয়ার সামর্থ্য তার ছিল। এমনকি সে আমার চোখও ফাঁকি দিয়েছে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর